ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে আসবেন না মিসবাহরা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
বাংলাদেশে আসবেন না মিসবাহরা! ছবি: সংগৃহীত

করাচি: বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তানের জাতীয় সংসদে শোক প্রস্তাব পাশের পর থেকেই দেশে চলছে পাকিস্তানবিরোধী আন্দোলন। এই অবস্থায় বাংলাদেশের মাটিতে হতে যাওয়া এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা গুরুত্বের সঙ্গে ভাবছে পাকিস্তান ক্রিকেট দল।



পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সূত্র পিটিআই’কে এই ব্যাপারে কথা বলেন। বাংলাদেশে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পাকিস্তানবিরোধী আন্দোলনে এই দুই টুর্নামেন্টে অংশ নেওয়ার শঙ্কায় ভুগছে তারা,‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্চ-এপ্রিলে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে সে ব্যাপারে জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের অপেক্ষা করছি। ’

বিশ্বকাপ স্থানান্তর করা হলে এর আগে নির্ধারিত এশিয়া কাপ থেকেও নিজেদের প্রত্যাহারের চিন্তাভাবনা করছে পিসিবি,‘বাংলাদেশ থেকে আইসিসি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থানান্তর করে তবে ভালো একটা সময় বের করে ভেন্যু নির্ধারণ হওয়া পর্যন্ত এশিয়া কাপও (ফেব্রুয়ারি-মার্চ) স্থগিত করতে হবে। ’

তবে টুর্নামেন্ট দুটি বহু-জাতিক হওয়ায় পাকিস্তান একাই সিদ্ধান্ত নিতে পারবে না। এজন্য বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসি কী ভূমিকা রাখে সেটার অপেক্ষায় তারা। এছাড়া এই ইস্যুতে দেশটির সরকারের নির্দেশও মেনে চলার কথা জানালেন ওই সূত্র,‘এই সিদ্ধান্ত আমাদের জন্য উন্মুক্ত। কারণ আমরা যদি মনে করি বাংলাদেশ সফর আমাদের দলের জন্য অনিরাপদ, আর সরকারও যদি তেমন কিছু বলে তবে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। ’

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।