ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার প্রধান কোচ ফারব্রেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
শ্রীলঙ্কার প্রধান কোচ ফারব্রেস পল ফারব্রেস

কলম্বো: সাবেক সহকারী কোচ পল ফারব্রেসকে দুবছর মেয়াদে প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দিল শ্রীলঙ্কা ক্রিকেট। ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।



এই পদের জন্য ১১ প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে ফারব্রেস একবার আবেদন প্রত্যাহার করে নিলেও পরে আগ্রহ দেখান।

বর্তমান সহকারী কোচ মারভান আতাপাত্তু ও সাসেক্স ক্লাব কোচ মার্ক ডেভিসকে টপকে এই দায়িত্ব পেলেন ফারব্রেস। বর্তমানে ইয়র্কশায়ার দ্বিতীয় একাদশের হয়ে স্বল্প মেয়াদে কোচিংয়ে আছেন তিনি।

এর আগে গ্রাহাম ফোর্ড এ বছর শেষে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে নতুন কোচের সন্ধানে নামে দেশটির ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেটে পরিচিত মুখ ফারব্রেস। ট্রেভর বেলিসের সহকারী হিসেবে ২০০৭ থেকে তিন বছর ছিলেন তিনি। ওই সময়ে টেস্টে দুই নম্বর জায়গাটি দখল করার পাশাপাশি লঙ্কানরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠে। পরবর্তীতে কেন্টের ক্রিকেট পরিচালক হওয়ার প্রস্তাব পেলে পদত্যাগ করেন এই ইংলিশ কোচ।

লঙ্কানদের সঙ্গে থাকা অবস্থায় লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছিল ফারব্রেসকে। ২০০৯ সালে লাহোরে জাতীয় দলের বাসের উপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে আহত হন তিনি। এর চার মাস পরই চাকুরি ছেড়ে দেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর তার প্রথম লড়াই শুরু হবে ফেব্রুয়ারির এশিয়া কাপে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।