ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেহজাদকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
শেহজাদকে জরিমানা

শারজা: তৃতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ওপেনার তিলকারত্নে দিলশানকে ধাক্কা দেওয়ায় ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদকে। সোমবার আইসিসি এই খবর নিশ্চিত করেছে।



রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানে ম্যাচটি জিতেছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল তারা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই কর্মকাণ্ডের জন্য শেহজাদকে দোষী সাব্যস্ত করে এক বিবৃতি দেয়।

খেলোয়াড়দের মধ্যে শারীরিক সংঘর্ষের অপরাধে আইসিসির আচরণবিধি অনুযায়ী ২.২.৪ আর্টিকেল ভঙ্গ করায় শাস্তি পেলেন তিনি।

মাঠে দায়িত্বরত আম্পায়ার দক্ষিণ আফ্রিকা জোহান ক্লোয়েত ও পাকিস্তানের শোজাব রাজার সঙ্গে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও চতুর্থ আম্পায়ার আহসান রাজা এই অভিযোগ দায়ের করেন।

ঘটনা ঘটেছিল ১৯তম ওভারের শেষে। দিলশানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পাকিস্তানি ওপেনার। এক পর্যায়ে লঙ্কান তারকার কাঁধেও ধাক্কা দেন শেহজাদ। এই ম্যাচে ৮১ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।