ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি২০ বিশ্বকাপের বিকল্প আয়োজক ভারত!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
টি২০ বিশ্বকাপের বিকল্প আয়োজক ভারত!

কলকাতা: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকলেও আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আত্মবিশ্বাসী। তবুও শঙ্কা থেকে যাচ্ছে বৈশ্বিক টুর্নামেন্ট বলে।

এমন পরিস্থিতে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতা অন্যত্র সরিয়ে নেওয়া হবে কি না সিদ্ধান্ত নিতে শিগগিরই ঢাকায় আয়োজক কমিটির সঙ্গে এশিয়ান ক্রিকেট ‍কাউন্সিল আলোচনায় বসবে। কিন্তু শোনা যাচ্ছে এই আয়োজনের আয়োজক হতে ইতোমধ্যে স্ট্যান্ডবাই ভেন্যু নির্ধারণ করা হয়েছে ভারতের কলকাতা ও রাঁচিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কলকাতার ইডেন গার্ডেন ও রাঁচির ঝাড়খণ্ড প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়াম এই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এ মাসের শুরুতে অবরোধ চলাকালে চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক হোটেলের কাছে ককটেল ফাটে। নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত একটিমাত্র ম্যাচ খেলেই দেশে ফিরে যায় তারা। এরপরই আইসিসি দেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে গুরুত্ব দিয়ে যাচ্ছে। এছাড়া পাকিস্তান বিরোধী প্রচারণা চলায় পাকিস্তানি ক্রিকেট দলও এশিয়া ক‍াপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে না আসার চিন্তাভাবনা করছে। এসব কারণে এমন গুজব আরও জোরেশোরে উঠল।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।