ডারবান: অলরাউন্ডার জ্যাক ক্যালিসের বিদায় হলো সেরা অলরাউন্ডারের মতোই। ব্যাট হাতে ১১৫ রান করে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে এনে দিলেন ১৬৬ রানের লিড।
ভারত: প্রথম ইনিংস- ৩৩৪/১০, দ্বিতীয় ইনিংস- ২২৩/১০
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ৫০০/১০, দ্বিতীয় ইনিংস- ৫৯/০ (১১.৪ ওভার)
ফল: দক্ষিণ আফ্রিকা জয়ী ১০ উইকেটে
সোমবার দুই উইকেট হারিয়ে ৬৮ রানে দিনের খেলা শুরু করেছিলেন বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। তিন রান যোগ হতে ডেল স্টেইনের প্রথম দুই ওভারে সাজঘরে ফেরেন তারা। কোহলি (১১) ও পুজারা (৩২) মাঠছাড়া হলে একাই লড়ে যাওয়ার চেষ্টা করেছেন অজিঙ্কা রাহানে। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে টানা ইনিংসে ফিফটি পেলেন ডানহাতি ব্যাটসম্যান।
অন্যরা আলভিরো পিটারসন ও ভারনন ফিল্যান্দারের বোলিংয়ে কাবু হয়ে পড়েন। ফিল্যান্দারের কাছে শতক বঞ্চিত হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হন রাহানে। ১৫৭ বলে ১১ চার ও দুই ছয়ে ৯৬ রান করেন তিনি।
এছাড়া রোহিত শর্মা ২৫ রান করেন।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের পক্ষে চারটি উইকেট পান পিটারসন, তিনটি করে পান ফিল্যান্দার ও স্টেইন।
লক্ষ্যে নেমে সামান্যতম বাধার মুখেও পড়েনি দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও পিটারসন ৪৮ মিনিট ব্যাটিং ক্রিজে থেকে দলকে জেতান। স্বাগতিক অধিনায়ক স্মিথ ২৭ ও পিটারসন ৩১ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর