ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন নিয়ে দোলাচলে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) উদ্বিগ্ন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ইউসিবি বিসিবি একাদশ মুখোমুখি হয়েছিল মঙ্গলবার। এদিন অগণিত দর্শক পছন্দের দলকে উত্সাহ দিতে হাতে চার-ছক্কার প্লে-কার্ড, ফেস্টুন ও মুখে বাহারি রঙের আলপনা একে ক্রিকেটীয় সাজে সেজেছিলেন। আরেকটি ব্যানার ছিল তাদের হাতে, বিশ্বকে জানিয়ে দিল তারা চায় নির্ধারিতভাবেই হোক টুর্নামেন্ট তিনটি।
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স সোসাইটির আয়োজনে ভিআইপি ও সাধারণ গ্যালারির ক্রিকেট প্রেমী দর্শকরা ব্যানার উচু করে মনের আবেগে কথা প্রকাশ করেছে। সবগুলো ব্যানারই ছিল ইংরেজিতে লিখা।
এরকমই একটি ব্যানারে লিখা ছিল ‘বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪’তে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ’ ‘আমাদের হৃদয় ভেঙে দিও না’- আইসিসি ও এসিসির কাছে এমন আকুল আবেদন ছিল তাদের হাতে।
অন্য কোনো দেশে নয়, বাংলাদেশেই হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ,‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চাই আমরাই’। আরও ছিল ‘আমরা ক্রিকেটকে ভালোবাসি। ’।
অংশগ্রহণকারী সকল দলকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমন্ত্রণ জানাল এক গ্রুপ দর্শক,‘বাংলাদেশের মাটিতে আমরা সব ক্রিকেট বীরদের দেখতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর