ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির প্রশংসাসিক্ত অচেনা এন্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
আফ্রিদির প্রশংসাসিক্ত অচেনা এন্ডারসন

করাচি: প্রায় দেড়যুগ পর দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডের আসনটি ছেড়ে দিতে হলো শহীদ আফ্রিদিকে। ভাঙলেন নিউজিল্যান্ডের জার্সি গায়ে ‍মাত্র সপ্তম ম্যাচ খেলা কোরি এন্ডারসন।

নতুন বছর সকালে উঠেই খবরটি শুনলেন পাকিস্তানি অলরাউন্ডার। রেকর্ড যে ভাঙার জন্য সেটা স্বীকার করেই কিউই অলরাউন্ডারের প্রশংসা করলেন ফরম্যাটটির সর্বোচ্চ ছক্কার মালিক। এও স্বীকার করলেন, আগে কখনও ‘কোরি এন্ডারসন’র নাম শোনেননি তিনি।

১৯৯৬ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন আফ্রিদি। সনাত্ জয়সুরিয়ার (৪৮ বলে) সামনেই ছয় মাসের ব্যবধানে তার রেকর্ড ভেঙে দিলেন এই অলরাউন্ডার। ৩৭ বলে তার গড়া রেকর্ডটি অক্ষুণ্ন ছিল ১৭টি বছর। মারকুটে অনেক ব্যাটসম্যানই আফ্রিদিকে টপকাতে চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। বুধবার কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে এক বল কম খেলে তাকে হারালেন এন্ডারসন, ১৪টি ছক্কা ও ছয়টি চারে।

গত বছর জুনে অভিষেক হওয়া এন্ডারসনের নাম বুধবার সকালেই শুনলেন আফ্রিদি,‘আমি কখনও তার নাম শুনিনি। সকালে আমার ভাতিজা আমাকে খবরটি জানাল। আমার রেকর্ড ভাঙার খবর দিয়ে শুরু হলো ২০১৪ সাল। কিন্তু বলতেই হবে এটা সেরা অর্জন। এন্ডারসন সকল প্রশংসার দাবিদার। ৩৬ বলে সেঞ্চুরি পেতে অনেক খাটনি লাগে। ’

৩৩ বছর বয়সী সাবেক অধিনায়ক বলেন,‘রেকর্ড ভাঙার জন্যই। জানতাম, কোনো একদিন ভাঙবে এটা। ’

অবশ্য রেকর্ডটি হাতছাড়া হওয়ায় আক্ষেপ থাকছে আফ্রিদির,‘আমি চেয়েছিলাম অবসর নেওয়া পর্যন্ত এই রেকর্ডটি টিকে থাকুক। কারণ পাকিস্তানের জন্য এটা বিশাল গর্বের। যখনই আমার নাম আসত তখনই এই রেকর্ডের কথা উঠত। এখন এন্ডারসনের নাম আসবে। কিন্তু আমি নিশ্চিত টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে ভবিষ্যতে আরও ভালো রেকর্ড হবে। ’

আফ্রিদির প্রত্যাশা ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল কিংবা অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন,‘একজন নতুন খেলোয়াড় রেকর্ডটি ভাঙবে কখনওই এমন প্রত্যাশা করিনি। আমি চিন্তা করেছিলাম যেভাবে গেইল ব্যাট করে ও ছক্কা মারে এবং ওয়ার্নার যেভাবে ব্যাট করে তাতে করে আমার রেকর্ড ভাঙার জন্য তারাই ফেভারিট। ’

এই রেকর্ডটি শিগগিরই স্বদেশী কারও দখলে যাবে আশাবাদী ডানহাতি ব্যাটসম্যান,‘আমি কামনা করছি, কোনো পাকিস্তানি খেলোয়াড় এই রেকর্ড শিগগিরই ভাঙবে। কিন্তু প্রত্যেকের উচিত এন্ডারসনকে সঠিকভাবে মূল্যায়ন করা। ’

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।