অ্যাডিলেড: বিগ ব্যাশ লিগ টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে পারলেন না সাকিব আল হাসান। অ্যাডিলেড স্ট্রাইকার্সের ব্যাটিং হতাশার শিকার হলেন তিনিও।
অ্যাডিলেড স্ট্রাইকার্স: ৯০/৯ (২০ ওভার)
মেলবোর্ন স্টার্স: ৯১/২ (৭.৩ ওভার)
ফল: মেলবোর্ন স্টার্স জয়ী আট উইকেটে
গত ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৩০ বলে ৪৬ রানের সেরা ইনিংস খেলেছিলেন সাকিব। এদিন ৪১ রানে চার উইকেট হারালে অষ্টম ওভারের তৃতীয় বলে ব্যাটিং ক্রিজে নামেন তিনি। নিজের প্রথম পাঁচ বল মোকাবিলা করে কোনো রান করতে পারেননি তিনি। লুক রাইটকে থার্ড ম্যান অঞ্চল দিয়ে মেরে দুটি রান নেন, পরের বল বিরতি দিয়ে অষ্টম বলে জেমস ফকনারের তালুবন্দি হন সাকিব।
বল হাতেও কোনো উইকেট নিতে পারেননি বাঁহাতি এই স্পিনার। একটি ওভার করার সুযোগ পেয়েছেন তিনি। দিয়েছেন ১০ রান।
স্ট্রাইকার্সের হয়ে ইনিংস সেরা ৪২ রান করেন ওপেনার মিচেল ক্লিঞ্জার। এছাড়া একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে রান পেয়েছেন কেন রিচার্ডসন।
রাইটের ২০ বলে ৪৯ রানের ব্যাটিং ঝড়ে জয় সহজ হয়েছে স্টার্সের। ১০ বলে চারটি বাউন্ডারিতে ২৫ রানে অপরাজিত ছলেন গ্লেন ম্যাক্সওয়েল।
পাঁচ ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে চতুর্থ স্ট্রাইকার্স। ১০ পয়েন্টে সবার উপরে স্টার্স।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ৯ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর