ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

তিনশ’র স্বপ্ন দেখছেন শামসুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
তিনশ’র স্বপ্ন দেখছেন শামসুর শামসুর রহমান

সাভার: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে ৩০৩ রানে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে গুটিয়ে দিয়ে পুরো দিনটা নিজের করে নিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনার শামসুর রহমান। ডানহাতি এই ব্যাটসম্যান ২২৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন।

মঙ্গলবার মাঠে নেমে তিনশ’র ঘরে পৌঁছানোরও আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে পৌঁছে নিজের অনুভূতি প্রকাশ করলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান,‘অনুভূতিটা এককথায় অসাধারণ। আমার ক্যারিয়ারের সবচেয়ে ভালো ইনিংস এটি। এটাই শেষ না। ইনিংসটা যতটুকু লম্বা করা যায় সেদিকে তাকিয়ে আছি। ’

পরিকল্পনা না থাকলেও স্বাভাবিক খেলার চেষ্টা চালিয়ে গেছেন শামসুর,‘সেরকম কোনো পরিকল্পনা ছিল না। উইকেট অনেক ফ্লাট। কোনো টার্ন ছিলো না। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩৫ রান আমার সর্বোচ্চ ছিল। আমি আমার স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি। ’

আজকে এ ইনিংসকে সবচেয়ে বড় অজর্ন আখ্যায়িত করলেন কুমিল্লার এই ক্রিকেটার,‘এটাই আমার প্রথম ডাবল সেঞ্চুরি। এখন পর্যন্ত এটাই আমার সবচেয়ে বড় অর্জন। দেড়শ করার পর মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরি হলেও হতে পারে। সে সময় থেকেই চেষ্টা করতে থাকি ইনিংসটি বড় করার। সবচেয়ে বড় কথা আমি এতোটা সময় ক্রিজে থাকতে পারি সেটা আজই প্রমাণিত হলো। ’

তিনশ করার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘গাছে কখনো এক লাফ দিয়ে উঠা যায় না। আস্তে আস্তে উঠতে হবে। পঞ্চাশ করেছি, এরপর সেঞ্চুরি, তারপর দেড়শ। এভাবেই খেলে যাব। আজ ২২৯ করেছি। কাল নতুন সময়। চাইবো আগে আড়াইশো করতে। তারপর তিনশ করার চেস্টা করব। ’

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।