ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের প্রাথমিক দলে মালিক-কামরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
পাকিস্তানের প্রাথমিক দলে মালিক-কামরান

করাচি: ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

তবে গত বছর হ্যামস্ট্রিং চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই দেশে ফেরা অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে রাখা হয়নি। ওই সফরে আঙ্গুলের চোটে টি-টোয়েন্টি দল ছেড়ে পাকিস্তানে ফিরতে হয়েছিল মালিককেও।

২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মালিকের পাকিস্তান ফাইনালে হেরে যায় ভারতের কাছে। আশা করা হচ্ছে এবারও মোহাম্মদ হাফিজের নেতৃত্বে প্রতিযোগিতায় অংশ নেবে গতবারের সেমিফাইনালিস্ট ও ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

প্রাথমিক দল: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, সারজিল খান, শাহজাইব হাসান, নাসির জামশেদ, খুররম মনজুর, শোয়েব মালিক, শোয়েব মাকসূদ, উমর আকমল, হ্যারিস সোহেল, ইয়াসির আরাফাত, ইয়াসির শাহ, হাম্মাদ আজম, কামরান আকমল, শহীদ আফ্রিদি, জোহেইব আহমেদ, সোহেল তানভীর, মোহাম্মদ ইরফান, উমর গুল, জুনাইদ খান, বিলাওয়াল ভাট্টি, আনোয়ার আলী, আসাদ আলী, এহসান আদিল, মোহাম্মদ তালহা, সাঈদ আজমল, জুলফিকার বাবর, রাজা হাসান, আব্দুল রেহমান ও সরফরাজ আহমেদ।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।