ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সাকিবের ফ্যান পেজ লাইক দশ লক্ষাধিক

সোহানুজ্জামান খান নয়ন, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সাকিবের ফ্যান পেজ লাইক দশ লক্ষাধিক

ঢাকা: টেস্ট-ওয়ানডেতে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার ও বাংলাদেশের তারকা সাকিব আল হাসানের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজে লাইকের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রেটি এই ফ্যান পেজে সাকিবের পারফরমেন্স ছাড়াও বাংলাদেশের ক্রিকেটের জানা-অজানা তথ্যও প্রকাশ করা হয়।

সাকিব ভক্তরা তার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন।

ভক্তরাও ব্যাপক সাড়া দিয়ে থাকেন এই পেজে। লাইকের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারও মুগ্ধ হয়েছেন। এটা দেখে অনুপ্রাণিত সাকিব এই পেজে এক ভিডিও বার্তায় বলেন,‘হ্যালো সবাইকে। আমার ফ্যান পেজ লাইক করায় আপনাদের ধন্যবাদ। আমি খুশি এবং দশ লাখ লাইক পড়ায় রোমাঞ্চিত। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং সবসময়ের মতো অনুপ্রাণিত করবেন। ’

পেজটির অ্যাডমিন নাম না প্রকাশ করে বাংলানিউজ’কে জানান,‘সাকিবের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সমসময় সাকিবের পাশে থাকবেন এবং তাকে অনুপ্রাণিত করবেন। সাকিব নিজেই এই পেজটি অনুসরণ করেন তাই এখানে খারাপ মন্তব্য না করে ভালো দিকগুলো তুলে ধরলে উনি আরও খুশি হবেন। ভবিষ্যতে আপনাদের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে। সঙ্গেই থাকুন। ’

ভক্তদের একজন আবিদ ফাহাদও উচ্ছ্বসিত,‘অনেক ভালো লাগছে বাংলাদেশের প্রথম ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে ফেসবুকে দশ লাখ ভক্ত অতিক্রম করায়। সাকিবকে ও পেজের অ্যাডমিনদের বিশেষ করে যাদের মূল্যবান সময় ব্যয়ে এই পেজটি আজকের অবস্থানে আসতে পেরেছে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ কামনা রইল যেন পেজটি আরও অনেক বড় পরিসরে যেতে পারে। ’

গর্বিত সাকিব ভক্ত একেএম কাওসার বলেন,‘অনেক ভালো লাগছে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ফ্যান পেজ দশ লাখ এর মাইলফলক অতিক্রম করায়। একজন সাকিব ভক্ত ও বাংলাদেশের ক্রিকেটের ভক্ত হিসেবে গর্ববোধ করছি। অভিনন্দন ও শুভকামনা সাকিবের জন্য। ’

সাকিবের ফেসবুক ফ্যান পেজে এখনও যারা লাইক করেননি, তারা করে নিতে পারেন এই অ্যাড্রেসে:

www.facebook.com/shakib.al.hasan

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।