ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিগ খেলে আত্মবিশ্বাসী বাংলাদেশ: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
লিগ খেলে আত্মবিশ্বাসী বাংলাদেশ: তামিম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ত সূচি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ প্রথমে, এরপর একে একে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এর আগে মুশফিকরা খেলেছে প্রথম শ্রেণীর বাংলাদেশ ক্রিকেট লিগের দুটি রাউন্ড। বেশ কয়েকজন দারুণ পারফরমেন্স করে জায়গা পেয়েছেন প্রথম টেস্ট দলে। লিগে খেলে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন দেশের ক্রিকেটাররা। এর সুফল শ্রীলঙ্কা সিরিজে মিলবে মনে করেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

মিরপুর শেরে বাংলায় সতীর্থদের সঙ্গে অনুশীলন শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বাঁহাতি ব্যাটসম্যান,‘সিরিজের আগে আমরা দুটি চারদিনের ম্যাচ খেললাম। সবাই খুব ভালো ফর্মে আছে। খেলোয়াড়রা আগের চেয়ে এখন অনেক ভালো করছে। ক্রিকেট বোর্ড আমাদের জন্য খুব কম সময়ে এরকম দুটি ম্যাচের ব্যবস্থা করেছে যেটা শ্রীলঙ্কা সিরিজে কাজে লাগবে। গত বছর আমরা ওদের মাটিতে মোটামুটি ভালো করেছি। এবার দেশের মাটিতে একটা সুযোগ থাকবেই আমাদের ভালো কিছু করার। ’

সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডকে দেশের মাটিতে বেশ ভুগিয়েছে লাল সবুজরা। এবারও সেরকম লক্ষ্য থাকছে জানালেন ৩০ টেস্ট খেলা তামিম,‘লক্ষ্য তো থাকবেই ভালো করার। কেউ তো চায় না হারতে। আমরা এক দেড় বছর ধরে ভালোই ক্রিকেট খেলছি। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আছে। সিরিজের শুরুতেই আমরা ভালো করতে চাই। কারণ এরপর দুটি বড় টুর্নামেন্ট আছে। এই সিরিজে ভালো করলে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি আত্মবিশ্বাস পাওয়‍া যাবে। ’

এবারের লিগে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন ইমরুল কায়েস। আর প্রথমবারের মতো টেস্ট ক্যাপ পরার অপেক্ষায় ওপেনার শামসুর রহমান। দুজনই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবেন মনে করেন চারটি টেস্ট সেঞ্চুরির মালিক,‘যারা রান করেছে তারা খুব আত্মবিশ্বাসে আছে। এরমধ্যে ইমরুল কায়েস ও শামসুর রহমান অনেক ভালো করেছে। ’

২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দল নিয়ে তামিমের বিশ্লেষণ,‘প্রথম টেস্টের জন্য যে দল হয়েছে সবার আশা মতোই হয়েছে। যারা পারফর্ম করেছে ও করে আসছে তাদের সবাই দলে আছে। সেরা ১১ জন যখন বাছাই হবে তখনই বোঝা যাবে কেমন দল হলো। ’

বাংলাদেশকে এখন অন্য চোখে দেখছেন এই ২৪ বছর বয়সী ব্যাটসম্যান,‘বাংলাদেশ এখন এমন একটি দল যাদের হারাতে হলে প্রতিপক্ষকে বুঝেশুনে এগোতে হবে। সেরাটা খেলতে হবে তাদের। আর আমরাও যদি ওদের হারাতে চাই তবে আমাদেরও সবচেয়ে সেরাটা খেলতে হবে। ’

শোনা যাচ্ছে আইসিসির নতুন করে হতে যাওয়া প্রশাসনিক কাঠামোতে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড শাসন করবে বিশ্ব ক্রিকেট। ইতোমধ্যে তারা নাকি আইসিসিকে প্রস্তাবও দিয়েছে র ্যাঙ্কিংয়ে নয় ও দশে থাকা দল টেস্ট খেলতে পারবে না। এনিয়ে তামিম বলেন,‘এটা নিয়ে আমি পরিষ্কারভাবে কিছু জানি না। তাই মন্তব্য করা ঠিক হবে না। এটা দেশের জন্য তো বটেই খেলোয়াড়দের জন্যও খারাপ হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।