ঢাকা: দিন শেষে লঙ্কানদের রাতের ঘুমটা ভালো হলেও হতে পারে। এদিকে দ্বিতীয় ইনিংসেই রানের পাহাড় মাথায় নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকবে মুশফিক বাহিনী।
সংবাদ সম্মেলনে এসে সংবাদকর্মীদের মুখোমুখি হলেন এই স্পিনার। তৃতীয় দিনের একমাত্র উইকেট পাওয়া গাজীও উত্তর দিলেন সাধ্যমতো:
পুরনো বাংলাদেশকে পেয়ে কেমন লাগছে?
সোহাগ গাজী: পুরনো বাংলাদেশ বলতে কি, ক্রিকেট খেলাটাই এরকমই। দুইটা দিন আছে আমরা ভালো খেলার চেষ্টা করবো। আগামী দুই দিনই খেলার আশা করছি। ’
তামিম যে রঙ্গনা হেরাথকে উইকেট বিলিয়ে দিয়ে এল এটা কেমন অনুভূতি?
সোহাগ গাজী: তামিম ভাই অনেক বড় বড় ইনিংস খেলেছেন। অনেক বছর ধরে টেস্ট খেলছেন, অনেক অভিজ্ঞতা তার। হয়তো বা ভুল হয়ে গেছে।
আউট হওয়ার পর ড্রেসিং রুমে তামিমের কেমন অনুভূতি ছিল?
সোহাগ গাজী: যে কোনো সময় আউট হওয়ার পরই যে কোনো ব্যাটসম্যানেরই খারাপ লাগে। তারও নিশ্চয় খারাপ লেগেছে।
জয়বর্ধানের ব্যাটিংটা কেমন ছিলো। আমাদের ব্যাটসম্যানদের সেখান থেকে শেখার কিছু কী আছে?
সোহাগ গাজী: শেখরাতো অবশ্যই আছে। ও ভালো খেলেছে। সারাদিন ব্যাটিং করেছে, এক কি দুবার জীবনও পেয়েছে। আমাদের ব্যাটসম্যনাদের অবশ্যই ওর কাছ থেকে শেখার আছে।
আগামী দুই দিনের ব্যাটিং নিয়ে কিভাবে চিন্তা করছেন? আপনার লক্ষ্য কী হবে?
সোহাগ গাজী: আমরা চেষ্টা করবো। আমাদের লক্ষ্য থাকবে যতবেশি বল খেলে কম রান করে সময় পার করা যায়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৪