কলকাতা: নিউজিল্যান্ডের মাঠে ভারতের লজ্জাজনক সিরিজ হারের পর কঠোর সমালোচিত হচ্ছে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব। এবার সেই কাতারে যোগ দিলেন অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও।
এক বছরেরও কম সময় আছে ওয়ানডে বিশ্বকাপের। নইলে নেতৃত্ব থেকে ধোনির অপসারণ চাইতেন জানালেন গাঙ্গুলী,‘তার (ধোনি) টেস্ট অধিনায়কত্ব অত্যন্ত আপত্তিকর। কিন্তু এখন নেতৃত্বে পরিবর্তন আনলে সেটা হবে দলের জন্য খারাপ। টেস্ট ক্রিকেটে তার জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিদেশের মাটিতে রেকর্ডটা ঠিক রাখা প্রয়োজন ধোনির। ’
কিউইদের কাছে ১-০ তে দুই ম্যাচের সিরিজ হারের পর এনিয়ে টানা চারটি টেস্ট সিরিজ হারল ভারত। এনিয়ে বিদেশের মাটিতে ১২ টেস্টের ১০টিতে হারল তারা। হেডলাইন্স টুডে’র কাছে ক্ষোভ প্রকাশ করে গাঙ্গুলী বলেন,‘যদি বিশ্বকাপ হতে আর এক বছরের কম সময় না থাকত তবে ধোনিকে নেতৃত্ব থেকে অপসারণের ব্যাপারে একমত হতাম। ’
বিদেশের মাটিতে ধোনি ইতোমধ্যে লজ্জাজনক রেকর্ড গড়েছেন। ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১১টি টেস্ট হারলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৪