কক্সবাজার: সমুদ্র আর পাহাড়ঘেরা নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট।
মঙ্গলবার সকাল ৯টায় স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।
টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে কক্সবাজার পৌঁছেছে পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দল। সোমবার বিকেল ৪টায় বিমানযোগে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্থানীয় প্রতিনিধিরা পাকিস্তান দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কলাতলী এলাকার আবাসিক হোটেল ওশান প্যারাডাইসে নিয়ে যাওয়া হয়।
এর আগে রোববার দুপুরে কক্সবাজার পৌঁছান বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। তারা সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কঠোর অনুশীলন করেন।
স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নেবে ভারত জাতীয় মহিলা ক্রিকেট দল। আগামী ৭ মার্চ ভারত মহিলা দল কক্সবাজার এসে পৌঁছাবে।
বিসিবির পরিচালক ও উইমেন্স উইং এর চেয়ারম্যান এমএ আওয়াল বাংলানিউজকে জানান, ৪ মার্চ সকাল ১০টায় বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দলের মধ্যে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট, ৬ মার্চ সকাল ৯টায় বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে, ৮ মার্চ দুপুর ১টায় বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি, ৯ মার্চ দুপুর ১টায় বাংলাদেশ বনাম ভারত টি-টোয়েন্টি, ১১ মার্চ দুপুর ১টায় বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, ১৩ মার্চ দুপুর ১টায় বাংলাদেশ বনাম ভারত তৃতীয় টি-টুয়েন্টি এবং ১৪ মার্চ দুপুর ১টায় বাংলাদেশ বনাম পাকিস্তান মহিলা দলের মধ্যে টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় মহিলা দল: সালমা (অধিনায়ক), জাহানারা, লতা, পিংকী, টুম্পা, মুনিয়া, সায়লা, শামীমা, সুপ্তা, কোবরা, ফাহিমা, শুকতারা, রুমানা, পান্না, সুশীলা, শানে, শানু, কৃথী, সুরায়া ও পিপি।
পাকিস্তান জাতীয় মহিলা দল: সানা মীর (অধিনায়ক), বিস্মাহ মারুফ (সহ-অধিনায়ক), কানিতা জলিল, সানায়া ইকবাল, সিদরা আমীন, সায়দা নেন ফাতিমা আবিদি, আসমাভিয়া ইকবাল, সায়দা বাতুল ফালিমা নাকভি, সাদিয়া ইউসুফ, আনাম আমীন, জাবিরা ওয়াদুদ, নাদিয়া রাশেদ, সুমাইয়া সিদ্দিকুল, মারিনা ইকবাল, বিবি নাহিদা, আয়েশা আস্হার (ম্যানেজার), মুহতাসিম রশীদ (কোচ), মোহাম্মদ তালহা এজাজ (ভিডিও এনালাস্ট), ইবরার আহমেদ (ট্রেইনার), রাফাত (ফিজিওথেরাপিস্ট)।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪