ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

দলের সঙ্গে আসছেন না আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, মার্চ ১১, ২০১৪
দলের সঙ্গে আসছেন না আফ্রিদি

করাচি: বাংলাদেশে আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অল-রাউন্ডার শহীদ আফ্রিদি কুঁচকির ইনজুরির কারনে দলের সঙ্গে আসতে পারছেন না। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে।



সূত্রমতে পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানায়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশের উদ্দেশে দলের সঙ্গে আফ্রিদি যেতে পারবেন না। মেডিকেল প্যানেলের কাছে তাকে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ফিটনেস টেস্ট উতরাতে হবে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে আফ্রিদি ভারত ও বাংলাদেশের বিপক্ষে দারুন খেলে দলকে জয় এনে দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় তিনি কুঁচকির ইনজুরিতে পড়েন।

দলের ক্রিকেট পরামর্শক জহির আব্বাস জানিয়েছেন, এশিয়া কাপের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে টানাপোড়ান থাকলেও অবশেষে আফ্রিদি ব্যাথানাশক ইনজেকশন নিয়ে খেলতে নেমেছিলেন।

২১ মার্চ পাকিস্তান তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে ভারতের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১১ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।