ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চিত্রকর্মে টাইগারদের সমর্থন!

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
চিত্রকর্মে টাইগারদের সমর্থন!

ঢাকা: গালে বাংলাদেশের পতাকা আঁকছেন চিত্রকর্মী আঁখি। না, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই।

বাড্ডায় এক বুটিকশপে কাজ করেন। তাই, কিছুটা আঁকাআঁকি শিখেছেন বটে। কিন্তু, যেহেতু আজ টাইগাররা খেলছেন, তাই রং-তুলি নিয়ে হাজির হয়েছেন মিরপুর স্টেডিয়ামের সামনে।

একের পর এক সমর্থক আসছেন স্টেডিয়ামের সামনে। আঁখিও এঁকে যাচ্ছেন মনের মতো করে। কখনো আঁকছেন পতাকা কখনো-বা বাঘের ছবি।

ক্লান্তি নেই যেন আঁকিয়ে ইমরানের! বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। বললেন, ক্লাস মিস দিয়ে এসেছি। বাবা-মা শুনলে বকা দেবেন। কিন্তু, কী করি! তিনি বলেন, থাকতে পারলাম না। আর সমর্থকদের গালে-হাতে তাদের ইচ্ছেমতো ছবি এঁকে দেই। খুব ভালো লাগে। মাঠ থেকে দর্শকদের এ ধরেনর সমর্থনে টাইগাররা খেলার আরো মানসিক শক্তি পাবেন!

অন্যদিকে, বাড্ডা থেকে তিন তরুণী বাবলী, রুনু, সাথী একসঙ্গে এসেছেন রং-তুলির ছোঁয়ায় সমর্থন যোগাতে।

এসব আঁকিয়ের নেই কোনো টাকার চাহিদা। তবে সম্মানী হিসেবে কেউ যদি কিছু টাকা দেন, তাহলে তা নেন, এমনটাই জানান রুনু।

তিনি বলেন, আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। যে যার ইচ্ছেমতো আমাদের একটা সম্মানী দেন। কেউ ১০ টাকা দেন, কেউ আবার ১০০০ টাকাও দেন। টাকাটা মূল কথা নয়! চাই, আজ যেন টাইগাররা জিতে আসে!

ইমরান, রুনুদের মতো আরো অনেকেই এসেছেন নিজের রং-তুলি দিয়ে ছবি এঁকে টাইগারদের শক্তি যোগাতে। জিততেই হবে, এ মনোবাসনা।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।