মিরপুর থেকে: চতুর্থ ওভারে বল হাতে নেমে সাকিব আল হাসান আফগানিস্তানের রানের গতি আরও কমিয়ে দিলেন। নিজের প্রথম ওভারে প্রতিপক্ষকে দুই রান দিয়েছেন তিনি।
মুশফিকুর রহিমের নেতৃত্বে ফিল্ডিংয়ে নেমেই সফলতা পেয়েছে তারা। মাশরাফির প্রথম বলে মোহাম্মদ শাহজাদ কভারে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর তালুবন্দি হন। প্রথম ওভারে ডানহাতি পেসার দিলেন মাত্র একটি রান, পেলেনও একটি উইকেট।
নিজের প্রথশ ওভারে প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরার পর দ্বিতীয় ওভারে সাকিবের বলে জীবন পান গুলবাদিন নাইব। চারটি রান হয়। এরপর টানা নাইবকে (২১) ও নাজীব তারাকাইকে (৭) সাজঘরে ফেরান তিনি।
মোহাম্মদ নবী ও নওরোজ মঙ্গল ব্যাটিং ক্রিজে খেলছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, মাশরাফি মুর্তজা, আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক।
আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ, নওরোজ মঙ্গল, করিম সাদিক, শফিকউল্লাহ, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, সামিউল্লাহ সেনওয়ারি, দৌলত জাদরান, শাপুর জাদরান, আফতাব আলম ও নাজীব তারাকাই।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৪