ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

সাকিব ঘূর্ণিতে চূর্ণ আফগান টপ অর্ডার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মার্চ ১৬, ২০১৪
সাকিব ঘূর্ণিতে চূর্ণ আফগান টপ অর্ডার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবার সাকিবের ঘূর্ণিতে চূর্ণ হয়ে গেলো আফগানিস্তানের ব্যাটিং লাইনআপের টপঅর্ডার। আফগান ব্যাটিং লাইনআপে প্রথমে আঘাত করে গতির রাজা মাশরাফি বিন মর্তুজা যে ধস ধরিয়েছেন, তাতে উজ্জীবিত হয়ে আফগানদের রানের গতি চেপে ধরেছে টাইগাররা।



সাকিবের ঘূর্ণিতে নিজেদের সব পরিকল্পনা ধোঁয়াটে হয়ে গেছে আফগানদের। এর প্রমাণ পাওয়া গেলো রান নিতে গিয়ে একটি উইকেট জলাঞ্জলি দিয়ে।

টাইগার দলের সমর্থকদের প্রত্যাশা, ঘূর্ণির গতি থাকলে এশিয়া কাপের দুঃসহ স্মৃতি ম্যাচ শেষের উচ্ছ্বাসে মুছে যাবে।

চোখ এখন মাঠে, চোখ এখন টেলিভিশনে। চোখ এখন মাশরাফি মুশফিকদের বল ব্যাটে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

**শত রানের আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কা আফগানদের

**নড়াইল এক্সপ্রেসে উজ্জীবিত বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।