ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

টি-২০ থেকে অবসর নিচ্ছেন সাঙ্গাকারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
টি-২০ থেকে অবসর নিচ্ছেন সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা

ঢাকা: টি-২০ ক্রিকেট ছাড়ছেন শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। চলতি ওয়ার্ল্ড টি-২০’র পর তিনি ক্রিকেটের সর্বশেষ এই সংস্করণটি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন।



রোববার কলম্বো ভিত্তিক দৈনিক সানডে আইল্যান্ড পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অবসর নেওয়া কথা জানান,‘হ্যা, কোনো সন্দেহ নেই এটাই আমার শেষ বিশ্ব টি-টোয়েন্টি। এরপর আমি আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব না। এট‍া দুঃখের খবর, কিন্তু সত্য। ’

মারকুটে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, নতুনদের দলে জায়গা করে দিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিলেও ফ্রাঞ্চাইজ-ভিত্তিক (আইপিএল বা বিগ ব্যাশের মতো) টি-২০ ক্রিকেটে তিনি খেলবেন,‘তবে আমার টি-২০ ক্যারিয়ার শেষ হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ খেলতে পারি। একবার যদি বিশ্বকাপ পাওয়ার আশা শেষ হয়ে যায় তবে আপনার উচিত তরুণদের সুযোগ দেওয়া। ’  

৩৬ বছর বয়সী সাঙ্গাকারা এ পর্যন্ত অর্ধশত টি-২০ খেলে ১৩১১ রান সংগ্রহ করেছেন। তার রানের গড় ৩২.৭৭। সাতটি অর্ধশতক নিয়ে তার স্ট্রাইক রেট ১২০।

সাঙ্গাকারার নেতৃত্বে ২০০৯ সালে ইংল্যান্ডে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলে শ্রীলংকা। আর গত আসরেও দলকে ফাইনালে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তবে দুটোই শেষ হয় ব্যর্থতায়।

২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার টি-২০ ক্যারিয়ারের অভিষেক হওয়া এই তারকা ওয়ানডে খেলা চালিয়ে যেতে চান। বিশেষ করে তার চোখ এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে বিশ্বসেরাদের মঞ্চে। তিনি বলেন,‘২০১৫ বিশ্বকাপ এখন আমার প্রধান টার্গেট। আমার ভবিষ্যত কী সেটা জানতে আমি নির্বাচকদের সঙ্গে বসব। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।