ঢাকা: সুপার টেনে উঠার লড়াইয়ে মঙ্গলবার আন্ডারডগ নেপালের মুখোমুখি হবে ফেবারিট বাংলাদেশ। টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের আসরে আইসিসিরি সহযোগী নেপাল একেবারে নতুন হলেও নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
এ গ্রুপে এ দু’দল তাই সমান পয়েন্ট নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেহেতু গ্রুপের শীর্ষ দলই কেবল সুপার টেনে খেলার সুযোগ পাবে, তাই জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলতে আসা নেপালকে তাই উড়িয়ে-গুঁড়িয়েই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় লাল-সবুজের দামাল ছেলেরা।
এর আগে বিকেল সাড়ে তিনটায় একই মাঠে মুখোমুখি হবে একই গ্রুপের অপর দুই দল আফগানিস্তান ও হংকং।
প্রথম ম্যাচে অনায়াস জয়ের ব্যাপারে বাংলাদেশ দল যতোটা আশাবাদী ছিলো তারচেয়েও বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে নেপালের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪