ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের জন্য বিশেষ কোন কৌশল নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
ভারতের জন্য বিশেষ কোন কৌশল নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার জন্য বিশেষ কোন কৌশল নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক জর্জ বেইলি।

মঙ্গলবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।



তিনি বলেন, ‘আমাদের গ্রুপটি ( গ্রুপ-২) চ্যালেঞ্জিং। গ্রুপের সব দল ভালো খেলে। আমাদের হিটার ব্যাটসম্যান এবং স্ট্রাইক বোলার রয়েছে। তাই শুধু ভারতের জন্য নয়, আমাদের সেরা ব্যাটিং এবং বোলিং উপহার দিলেই সব দলের বিপক্ষেই জয় সম্ভব। ’

বিশ্বকাপ জিততে মরিয়া অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বলেন, ‘আমরা কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারি নি। তবে আগামী ২ সপ্তাহ নিজেদের সেরাটা উপহার দিতে পারলে বিশ্বকাপ আমাদেরই হবে। ’

অস্ট্রেলিয়া দল সেরা কিনা এমন প্রশ্নের উত্তরে বেইলি বলেন, ‘আমাদের হিটার ব্যাটসম্যান, অফ-লেগ স্পিন ও পেস বোলার রয়েছে। সেরা দল কিনা জানিনা, তবে এটা একটা ব্যালেন্সড টিম বলতে পারি। ’

দলে ব্র্যাড হগ ও ব্র্যাড হজের মত বয়স্ক খেলোয়াড়দের নেওয়া প্রসঙ্গে বেইলি বলেন, ‘বয়সতো শুধু একটা সংখ্যা। আমরা আমাদের সেরা দল নির্বাচন করেছি। তারা দু’জন সেরা দলের অংশ। ’

এসময় দলে পেস বোলার মিচেল জনসনের অনুপস্থিতি না নিয়ে বেইলি বলেন, ‘গত ৬ মাসে জনসন তার সেরা ফর্মে ছিল। তাকে মিস করবো। তবে জনসনের জায়গায় আমরা বোলিঙ্গারকে পেয়েছি। আশা করি সে আমাদের জনসনের অনুপস্থিতি পুষিয়ে দেবে। ’

টিম অস্ট্রেলিয়া: জর্জ বেইলি (অধিনায়ক), ড্যান ক্রিসচিয়ান, কৌল্টার নাইল, জেমস ফকনার, এ্যারন ফিঞ্চ, ব্র্যাড হ্যাডিন (উইকেট কিপার), ব্র্যাড হজ, ব্র্যাড হগ, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস মুইরহেড, মিচেল স্টারক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ক্যামেরুন হোয়াইট ও ডগ বোলিঙ্গার।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

** নিজেদের কন্ডিশনে সবাই ফেভারিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।