জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে বিদায় নিতে হচ্ছে হংকংকে। প্রথম ম্যাচে নেপালের কাছে ৮০ রানে হেরেছে তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন হংকং অধিনায়ক জেমি অ্যাটকিনসন। দু’ম্যাচে জয় না পেলেও শেষ ম্যাচে ভালো করতে চান তিনি,‘এটা হংকংয়ের জন্যে প্রথমিক ধাপ। ধীরে ধীরে দলকে আরো উন্নত করতে হবে। শেষ ম্যাচটি স্বাগতিক বাংলাদেশের সঙ্গে। দুই ম্যাচে আমরা ভালো করার চেষ্টা করেছি কিন্তু হয়নি। তবে শেষ ম্যাচে আরো ভালো করার চেষ্টা করবো। ’
ক্যাচ মিস হওয়ার কারণে ম্যাচে ফেরাটা তাদের পক্ষে আর সম্ভব হয়নি মনে করেন অ্যাটকিনসন,‘ওদের ব্যাটিং অনেক ভালো। টি-টোয়েন্টি ম্যাচে তারা আমাদের চেয়ে শক্তিশালী দল। তারপরও আমরা ভালো ফাইটিং করেছি। আর সহজ ক্যাচ মিস হওয়াটা দুঃখজনক। আমাদের ক্যাচ মিস করার কারণে তারা জয়ের দিকে সহজে এগুতে পেরেছি। একটি ম্যাচে তিনটি ক্যাচ মিস হলে খেলায় ফেরাটা কষ্টকর। ’
ম্যাচে বিশ রান কম হয়ে গেছে মনে করেন তিনি,‘আরো ২০ রান বেশি হলে খেলাটা ভালো হতো। আমরা ভালো ব্যাটিং করেছি। সেট ব্যাটসম্যানরা যদি শেষ পর্যন্ত খেলা চালিয়ে নিতে পারতো তাহলে কিছু রান বেশি আসতো। ’
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৪