ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

হ্যামিলটন মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, মার্চ ১৯, ২০১৪
হ্যামিলটন মাসাকাদজা

হ্যামিলটন মাসাকাদজা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম ম্যাচে সিলেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

জয়ের জন্য মরিয়া জিম্বাবুয়ের জয় পেতে হলে ওপেনার হ্যামিলটন মাসাকাদজাকে জ্বলে উঠতে হবে। হারারেতে জন্ম নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান টি-টোয়েন্টি ম্যাচে ২৯ ইনিংস ব্যাট করেছেন। ৭৮৮ রান করা এই ওপেনারের ইনিংস সেরা রান ৭৯। ২৮.১৪ এভারেজে ব্যাটিং স্ট্রাইক রেট ১১৫.৩৭। সাতটি অর্ধ-শতক করা মাসাকাদজা টি-টোয়োন্টি ম্যাচে চার মেরেছেন ৭১টি আর ছয় ২৩টি। জিম্বাবুয়ের বাজির ঘোড়া হিসেবে তার দিকেই তাকিয়ে থাকবে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ১৭ বলে ২১ রান করার পর জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন হ্যামিলটন মাসাকাদজা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।