ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

১৩.২ ওভারের বেশি খেলাতে হবে হংকংকে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
১৩.২ ওভারের বেশি খেলাতে হবে হংকংকে! বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢ‍াকা: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নির্ভারে খেলা শুরু করলেও হিসেব নিকেশের মারপ্যাঁচে টাইগারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ হংকং যদি ১৩ ওভার ২ বলের মধ্যে অঘটন ঘটিয়ে বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে আজই শেষ হয়ে যাবে দ্বিতীয় পর্বে যাওয়ার স্বপ্ন!

হংকং দলপতি ম্যাচের শুরুতেই বলেছিলেন বাংলাদেশকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করতে চান তারা।



বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত দুর্বল দল হওয়া সত্ত্বেও বাংলাদেশকে ১০৮ রানে গুটিয়ে দিয়েছে হংকং। এ মুহূর্তে বাংলাদেশকে হিসেব-নিকেশ করে খেলতে হবে। তা না হলে পাল্টে যেতে পারে নিজেদের মাটিতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন।

বাংলাদেশকে যদি ১৩ ওভার ২ বলের মধ্যে হংকং হারিয়ে দেয় তাহলে কপাল খুলে যাবে নেপালের।

আরেকটি পরিসংখ্যান বলছে, ১৩ ওভার ২ বলের মধ্যে যদি স্কোর লেভেলও হয় তাহলে পরবর্তী বলেই যদি হংকং ‍ছক্কা হাঁকাতে পারে তাহলেও বিদায় নিতে হবে বাংলাদেশ দলকে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad