ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২২ রানে জিতল লঙ্কান মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
২২ রানে জিতল লঙ্কান মেয়েরা

সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে আহামরি রান তুলতে পেরেছিল না শ্রীলঙ্কা। তাছাড়া ভারতীয় ফিল্ডারদের দুর্বল ফিল্ডিংও ছিল বেশ কয়েকটি।

তবে বোলিংয়ের মতো ভারতের ব্যাটাররাও ছিলেন ব্যর্থ। আর দারুণ ফিল্ডিং ও বোলিংয়ের সুবাদে ২২ রানের জয় পায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা: ১২৮/৮ (২০ ওভার)
ভারত: ১০৬/৯ (২০ ওভার)
ফল: শ্রীলঙ্কা জয়ী ২২ রানে

চামারি আতাপাত্তু শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি ৪৩ রান করেন, ৪৪ বলে পাঁচ চারে সাজানো তার ইনিংস। এছাড়া তৃতীয় উইকেটে অধিনায়ক শশীকলা শ্রীবর্দনের সঙ্গে ২৯ ও ইশানি লকুসুরিয়েজকে নিয়ে ৩১ রানের সেরা জুটি গড়েন এই ওপেনার।

ইশানি দ্বিতীয় সেরা ৩৪ রান করেন ২৯ বলে।

ভারতের পক্ষে পুনম যাদব সবচে বেশি দুই উইকেট পান। একটি করে দখল করেন সোনিয়া দাবির, গৌহর সুলতানা, অর্চনা দাস, শিখা পান্ডে ও হারমানপ্রীত কৌর।

লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। তাদের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২২ রানের সেরা ইনিংস খেলেন শিখা পান্ডে। অধিনায়ক ও ওপেনার মিতালি রাজ ১৬ রান করেন ২৩ বলে। প্রতিপক্ষ অধিনায়ক শশীকলার এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি।

দ্বিতীয় সেরা ১৭ রান আসে হারমানপ্রীত কৌরের ব্যাটে। ঝুলন গোস্বামী করেন ১১ রান।

মাদুরি সামুদ্দিকা ও ইনোকা রানাবীরা নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।