ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বকাবকি না, বুঝিয়েছেন : মাশরাফি

নুরুজ্জামান ফারাবী,স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
বকাবকি না, বুঝিয়েছেন : মাশরাফি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শেষ দু’টি ম্যাচ বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। যার কারণে হতাশ পুরো দেশ ও ক্রিকেট বোর্ড।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং এবং সুপার টেনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক ভাবে হেরেছে তামিম-সাকিব-মুশফিকরা। হংকংয়ের কাছে দুই উইকেটে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানে হেরেছে তারা।

এ হারের কারণে দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছেন বিসিবির বোর্ড প্রেসিডেন্ট। বোর্ড সভাপতির এমন আচরণেকে সমিচীন মনে করেন, দেশ সেরা বোলিং ওপেনার মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করতে আসেন মাশরাফি বিন মর্তুজা। হংকংয়ের বিপক্ষে  ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের কারণে বিসিবি সভাপতি নামজুম হাসান পাপন জাতীয় দলের সকল খেলোয়াড়দের সঙ্গে আলাপ করেছেন। বোর্ড সভাপতি বকাবকি করেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘ উনি আমাদের বকাবকি কিছু করেননি, বুঝিয়েছেন। চেষ্টা করছেন সবাইকে যতটুকু সাহায্য করা যায়। আমরাও চেষ্টা করছি, যে অবস্থায় আছি, তার চেয়ে ভালো অবস্থায় দলকে  নিয়ে যাওয়ার। ’

মাশরাফি বলেন, ‘একটি  টেস্ট খেলুড়ে দল। অন্য একটি নন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে হারলে, এমন সমালোচনা হতেই পারে। তাছাড়া আমরা হংকংয়ের সঙ্গে বাজে ভাবে হেরেছি। যেটা আমরা নিজেরাও প্রত্যাশা করিনি। লজ্জাজনক হারের পর বোর্ডের সভাপতি এমনটি করতেই পারেন। ’

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল ঘোষণা দিয়েছেন বিশ্বকাপে ভালো খেলতে না পারলে দল থেকে বের করে দিবেন। এ বিষয়ে তিনি বলেন,‘ এই বিষয়ে এখানে মন্তব্য করা কঠিন। দল এভাবে দু’টি ম্যাচ হারলে কথা হওয়াটাই স্বাভাবিক। খেলোয়াড় হিসেবে এটা মেনে নিতেই হবে। চেষ্টা করতে হবে সামনের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর। ’

সমনের ম্যাচ দু’টিতে শুরুটা ভালো করার প্রতি দৃষ্টি দিচ্ছেন তিনি। ‘শেষ দুটি ম্যাচ আমরা যেভাবে হেরেছি তা অবশ্যই ভীষণ হতাশাজনক। আমাদের লক্ষ্য ভালো খেলা। আমরা চেষ্টা করবো যতটা সম্ভব লড়াই করার। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে জয়ের জন্য খেলা। তবে সবার আগে ভালো শুরু করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।