ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জরিমানা গুনলো ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
জরিমানা গুনলো ইংল্যান্ড

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে স্লো ওভার-রেটে বোলিংয়ের কারণে আইসিসি ইংল্যান্ডকে জরিমানা করেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে স্লো ওভার-রেটিং বোলিং করেছে ইংল্যান্ড।



গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানরা আগে ব্যাট করে ১৯০ রানের টার্গেট ছুঁড়ে দেয় ইংলিশদের। কিন্তু ইংলিশদের দারুণ ব্যাটিং নৈপুন্যে ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় স্টুয়ার্ট ব্রডের দল।

বড় জয় পেলেও ইংলিশ শিবিরে খানিকবাদে শাস্তির ঘোষণা করে আইসিসি। আইসিসির এলিট আম্পায়ার এবং ওই ম্যাচের ম্যাচ রেফারি ডেবিড বুন ইংল্যান্ডের বিরুদ্ধে স্লো ওভার রেটের জরিমানা আরোপ করে।

আইসিসির কোড অব কন্ডাক্ট (২.৫.১) অনুযায়ী অধিনায়ক হিসেবে ব্রডকে ম্যাচ ফির শতকরা ৪০ শতাংশ জরিমানা করা হয়। আর দলের বাকি সদস্যদের শতকরা ২০ শতাংশ। জরিমানার দিন থেকে আগামী এক বছরের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি হলে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে ইংলিশ দলপতি স্টুয়ার্ট ব্রডকে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।