ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ফিরলেন শামসুর ও নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
ফিরলেন শামসুর ও নাসির

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল একাদশে এতো দিন শামসুর রহমান শুভর নাম থাকলেও কয়েকটি ম্যাচে তাকে নামনো হয়নি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে প্রত্যাবর্তন ঘটলো শুভর।

শুক্রবার এ আসরের সুপার টেনের দ্বিতীয় ম্যাচে মাঠে খেলছে বাংলাদেশ। এশিয়া কাপে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে মুমিনুল হক খারাপ খেলায়, তার পরিবর্তিত খেলোয়াড় হিসেবে সেরা একাদশে ঢুকে গেছেন শামসুর।

আর এক ম্যাচ বিরতি দিয়ে আবারো দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। অভিষেকের পর ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো দলের বাইরে বসে থাকা নাসির, এক ম্যাচ বিরতি দিয়ে আবারো লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন। সাব্বির রহমান রুম্মনের জায়গায় দলে অন্তর্ভূক্ত হয়েছেন তিনি। এ ছাড়া দলে আর কোন পরিবর্তন হয়নি। বাংলাদেশ দলে দু’জন খেলোয়াড়ের পরিবর্তন হলেও, অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে প্রতিপক্ষ ভারত।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।