সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে হতাশাজনক ব্যাটিং করা ভারত পুরনো প্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে পেয়ে ঝাল মেটাল। হারমানপ্রীত কৌরের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে সালমা খাতুনদের সামনে পাঁচ উইকেটের বিনিময়ে ১৫২ রানের বিশাল টার্গেট দিল তারা।
টস জিতে ব্যাট করতে নেমে হারমানপ্রীত কৌর ও মিতালি রাজের শতরানের জুটিতে বেশ শক্ত অবস্থানে পৌঁছায় ভারত। তবে প্রতিপক্ষ অধিনায়ক ফিফটিবঞ্চিত করেন খাদিজা তুল কুবরার বলে স্ট্যাম্পিং হলে।
৩৮ বলে পাঁচ চারে ৪১ রানের ইনিংস খেলেন মিতালি। এর আগে ১০৭ রানের শক্ত উদ্বোধনী জুটি গড়েন তিনি। পরের ওভারে শায়লা শারমীনের বলে লতা মন্ডলের হাতে ক্যাচ তুলে দেন ঝুলন গোস্বামী।
ভারত আরও দুটো উইকেট দ্রুত হারালেও হারমানপ্রীতের ৫৯ বলে ১২ চার ও এক ছয়ে সাজানো ৭৭ রানের ইনিংস বিশাল সংগ্রহে অবদান রাখে।
এখনও জয়ের দেখা পায়নি দুদলের কেউই। রুমানা দুটি উইকেট পান।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৪