ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘ মেয়াদী মিডিয়া রাইটস দিতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
দীর্ঘ মেয়াদী মিডিয়া রাইটস দিতে চায় বিসিবি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ছয় বছরের জন্যে মিডিয়া রাইটের টেন্ডার দিয়েছে। ২০২০ সাল পর্যন্ত নির্দিষ্ট কোন মিডিয়াকে সম্প্রচারের দায়িত্ব দেয়া হবে।

ভারতের সঙ্গে এ বছর জুনে তিনটি ওয়ান্ডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচগুলোসহ আন্তর্জাতিক সূচিতে যা আছে সবগুলো সম্প্রচার করতে পারবে। বিসিবি আশা করছে মে মাসের ৮ তারিখের মধ্যে আগ্রহীরা তাদের প্রস্তাবে সাড়া দিবে।

আগ্রহী প্রার্থীরা ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত টেন্ডার কিনতে পারবেন। ১২ মে নিলাম করা হবে। এমন সব তথ্য জানিয়েছেন বিসিবির মার্কেটিং ও কমার্স কমিটির চেয়ারম্যান কাজী এনাম আহমেদ।

এনাম বলেন,‘আমরা ১২ মে নিলাম শুরু করার চেষ্টা করবো। আমাদের বিশ্বাস আমরা সর্বো”চ সেরা অফার খুজে বের করতে পারবো। এই নিলাম অন্য সময়ের চেয়ে একটু ব্যতিক্রম। গত এক বছরের অভিজ্ঞতা অনুযায়ী আমরা বুঝতে পেরেছি। গত দুই বছরে শুধু দেশী টিভি চ্যানেলগুলোকে আমরা পেয়েছি। ’
 
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।