নয়াদিল্লি: টেস্ট থেকে সরে দাঁড়ানো ইংল্যান্ডের তারকা কেভিন পিটারসেন অক্টোবরে দুবাইয়ে একটি ক্রিকেট একাডেমি খোলার কথা ঘোষণা করেছেন। এরপর ভারতেও প্রতিষ্ঠার আশা করছেন তিনি।
পিটারসেন বলেন,‘অক্টোবরে আমি দুবাইয়ে একটি ক্রিকেট একাডেমি শুরু করতে যাচ্ছি। এখনও জায়গা ঠিক করা হয়নি তবে সেটি হবে আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন জায়গা। চিন্তা করছি সাত থেকে আঠারো বছর বয়সী শিশুদের সেখানে বিভিন্ন রকম কোর্স করানো হবে। ’
ইংল্যান্ড দল থেকে বরখাস্ত হওয়া সাবেক এই ইংলিশ অধিনায়ক একাডেমী করার জন্য দুবাইকে বাছাই করার পেছনে বললেন,‘আমরা দুবাইয়ে বাছাই করেছি কারণ এটি কেন্দ্রীয় একটি স্থান। এখানের সুযোগ সুবিধা দারুণ। আমরা সব জায়গা থেকে শিশুদের এখানে নিয়ে এসে এগিয়ে যেতে চাই। ’
ভারতে তিনি এই একাডেমির মতো আরেকটি খুলতে চান,‘দুবাইয়ের পর ভারতে দ্বিতীয় একটি একাডেমি প্রতিষ্ঠা করব। ’
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ৪ মে ২০১৪