ঢাকা: দিন যত যাচ্ছে ক্রিকেট অঙ্গনে টি-টোয়েন্টি ফরম্যাটের চাহিদা বাড়ছে। ক্রিকেটকে আরো আনন্দদায়ক ও জনপ্রিয় করার জন্যে টি-টোয়েন্টির দিকে আগ্রহ সবার।
এই টুর্নামেন্ট সফল করার জন্যে বিসিবি’র পাশে রয়েছে ওয়ালটন। যেখানে থাকছে ১০টি পাবলিক ইউনিভার্সিটি ও দুইটি প্রাইভেট ইউনিভার্সিটি। ‘ওয়ালটন রেফ্রিজারেটর ইউনিভার্সিটি চ্যালেঞ্জ কাপ’ শুরু হবে আগামী ১৯ মে। চলেবে ২৩ মে পর্যন্ত। খেলাগুলো হবে সাভার বিকেএসপি ১, ২ ও ৩ নম্বর মাঠে।
প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা দেয়া হবে। আর রানার আপ দলকে দেয়া হবে পঞ্চাশ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি’র পরিচালক খালেদ মাহমুদ সুজন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান ও অপারেটিং ডিরেক্টর উদয় হাকিম।
১২টি দলকে চারটি গ্রুপে খেলতে হবে। সভায় লটারির মাধ্যমে গ্রুপ তৈরি করা হয়।
গ্রুপ ‘এ’ তে আছে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ-ইউল্যাব।
গ্রুপ ‘বি’ তে আছে: রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
গ্রুপ ‘সি’ তে আছে: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গ্রুপ ‘ডি’ তে আছে: খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৭ মে ২০১৪