ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রধান কোচের সঙ্গে আসছেন ভিলাভারায়েন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ১৯, ২০১৪
প্রধান কোচের সঙ্গে আসছেন ভিলাভারায়েন মারিও ভিলাভারায়েন

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ হচ্ছেন শ্রীলঙ্কার মারিও ভিলাভারায়েন। সোমবার জাতীয় দলের প্রধান কোচের নাম ঘোষনার পাশাপাশি এই ট্রেইনারের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


 
হাথুরুসিংহের মতো এই লঙ্কানের সঙ্গেও দুই বছরের চুক্তি হয়েছে জানালেন নাজমুল,‘প্রধান কোচ ছাড়া আমরা কন্ডিশনিং কোচ হিসেবে মারিও ভিলাভারায়েনকে আমরা নিযুক্ত করেছি। তিনি শ্রীলঙ্কান। আমাদের স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ হিসেবে দু বছরের জন্য চুক্তি হয়েছে। আশা করছি ৫/৬ তারিখের মধ্যে চলে আসবে উনি। ’

অন্য কোচদের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানালেন তিনি,‘এছাড়াও আমরা বিশেষজ্ঞ কোচ খুঁজছি। বিশেষ করে পেস বোলিং, স্পিন, ফিল্ডিং এমনকি ব্যাটিংয়ের জন্য হয়তো। সেগুলো কথা হচ্ছে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ’

ভিলাভারায়েনের বর্তমান ক্যারিয়ার নিয়ে বোর্ড সভাপতি বলেন,‘তিনি শ্রীলঙ্কান ডেভেলপমেন্ট দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ছিলেন। বর্তমানে উনি শ্রীলঙ্কার স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ। ’

দুই নতুন কোচ আসা পর্যন্ত ভারত সিরিজ উপলক্ষে দেশী কোচদের তত্ত্বাবধায়নে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ,‘২৪ ও ২৫ মে ক্যাম্প শুরু করব। উনি আসার আগে আমরা দেশী কোচ কাউকে দিয়ে ক্যাম্প শুরু করে দিব। আমরা কিছু দিনের জন্যে দেশী কোনো কোচ নিয়ে নেয়ার চিন্তায় আছি। ’

ভারত সিরিজের আগে বোলিং কোচ নেওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘আমরা চেষ্টা করছি ভারত সিরিজের আগে বোলিং কোচ নিয়ে নেওয়ার। আমাদের মূল লক্ষ্যটা কিন্তু বিশ্বকাপ ফাস্ট বোলিংয়ের দিক থেকে। আর স্পিন আমরা ওইভাবে কারো সঙ্গে কথা বলতে পারিনি। অনেকের কাছে থেকে আশ্বাস পেয়েছি। এখনো ঠিক করা হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ১৯ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।