ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শততম টেস্টে ফিট থাকতে জার্মানিতে গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৪
শততম টেস্টে ফিট থাকতে জার্মানিতে গেইল ক্রিস গেইল

মুম্বাই: শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে এই ম্যাচ খেলার আগে পিঠের ইনজুরিতে ভোগা গেইল জার্মানিতে গেলেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য।



চোট সম্পর্কে গেইল বলেন,‘এটা (চোট) খুব কঠিন ছিল। আইপিএলে খেলার আগে এবং বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আমি এটি বুঝতে পারছিলাম। পরে এটি আরো খারাপ পর্যায়ে চলে যায়। প্রথম দিকে আমি এটাকে তেমন গুরুত্ব না দিলেও পরে আবুধাবিতে ব্যাঙ্গালুরুর অনুশীলন ক্যাম্পে সেটি বুঝতে পারি। আমি প্রথম চারটি ম্যাচে খেলতে পারিনি। ’

৮ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন গেইল। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার তার শততম টেস্ট ম্যাচ সম্পর্কে বলেন,‘এটা আমার জন্য বড় একটি অর্জন হতে চলেছে। আর এই ম্যাচ সুস্থ থেকে খেলার জন্য আমি জার্মানিতে বিশেষজ্ঞ দেখাতে যাচ্ছি। ’

শততম ম্যাচকে একটি মাইলফলক হিসেবে দেখছেন তিনি। ক্যারিবিয় এই ওপেনার আরো বলেন,‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩ বছর ধরে খেলছি। ক্যারিয়ারে শততম টেস্ট ম্যাচ আমার জন্য বিরাট কিছু। ’

শততম টেস্ট ম্যাচ থেকে একটি ম্যাচ দূরে থাকা গেইল ১৭৪ ইনিংসে ৬৯৩৩ রান করেছেন। ৪২.০১ ব্যাটিং গড়ে ১৫টি শতকের পাশাপাশি ৩৪টি অর্ধশতক রয়েছে তার। ইনিংস সেরা ৩৩৩ রান করেছেন গেইল।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘন্টা, ২৬ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।