ঢাকা: ২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নেয়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল। তিনি দুই বছর বেশি খেলেছেন বলেও মনে করেন এই অসি ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮টি টেস্ট খেলা পন্টিং বলেন, ‘সম্ভবত আমি দুই বছর বেশি খেলে ফেলেছি। আরও আগে খেলা ছেড়ে দেওয়া উচিত ছিল আমার। শেষ দুই বছর আমি বিশেষ উন্নতি করতে পারিনি। আমার মনে হয় ১২০ অথবা ১৩০টি টেস্ট পর্যন্ত আমার খেলা ঠিক ছিল। ’
অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ১৭ বছর। তিনি বলেন, ‘আমি আমার নিজের জন্য খেলিনি। দলের তরুণদের জন্য খেলেছি। ’
২০১১ সালের বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন পন্টিং। এরপর থেকে তিনি মাইকেল ক্লার্কের নেতৃত্বে খেলেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘন্টা, ৮ জুন ২০১৪