ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজে সুবিধা পাবে পেসাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৪
ভারত সিরিজে সুবিধা পাবে পেসাররা

ঢাকা: আসন্ন ভারত সিরিজে পেসারদের সুবিধা হবে এমন উইকেট তৈরি করেছে বিসিবি। বাংলাদেশের উইকেট সাধারণত স্পিনবান্ধব।

তবে অস্ট্রেলিয়াতে পেসাররা বেশি সুবিধা নিতে পারে। বাংলাদেশি পেসাররা যাতে ২০১৫ বিশ্বকাপে সুবিধা নিতে পারে সেদিকিই লক্ষ্য বিসিবির।

ভারত সিরিজে স্পোর্টিং উইকেট তৈরি করেছে বিসিবি। উইকেটে ঘাস থাকবে। বলও খুব বাউন্স করবে। ফলে সুবিধা পাবেন পেসাররা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেন, আমরা যে উইকেট তৈরি করেছি এটা স্পোর্টিং উইকেট। এখানে পেসাররা বেশি সুবিধা পাবেন। ২০১৫ সালের বিশ্বকাপ সামনে রেখে আমাদের এ ধরনের প্রস্তুতি।

তিনি আরও বলেন, আপনারা দেখবেন আমরা বিকেএসপির সবক’টি উইকেট বাউন্সি তৈরি করেছি। এখানে ৩০ ওভার পরও উইকেটে সুইং করানো সম্ভব হবে। এটা নির্ভর করবে কিউরেটর কীভাবে উইকেট তৈরি করেছেন।

তবে সিরিজে থাকা তিন পেসারকে উইকেট সম্পর্কে ধারণা দিচ্ছেন কোচ হিথ স্ট্রিক।

বৃষ্টি হলে যত দ্রুত সম্ভব পানি সরাতেও প্রস্তুত রয়েছে বিসিবি।


আগামী রবি, মঙ্গল ও বৃহস্পতিবার তিনটি দিবা-রাত্রির ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।