ঢাকা: দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ ও দু’টি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডে শুরু ৬ জুলাই।
ওডিআই সিরিজের আগে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রস্তুতি ম্যাচে তাকে দল থেকে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু অনুশীলন চলাকালে ক্যালিস অস্বতি বোধ করছেন, দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট আশা করছে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ নামবেন ক্যালিস।
দ. আফ্রিকার দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজী বলেন,‘ফিজিও তার সঙ্গে কাজ করছেন, আজ রাত পর্যন্ত আমরা তাকে দেখব। যদি সে স্বাভাবিক না হয় তাহলে আমরা অন্য পরিকল্পনা করব। ’
মুসাজী আরো যোগ করেন,‘ক্যালিস একজন পেশাদার ক্রিকেটার, সে নেটে বোলিং-ব্যাটিং প্র্যাকটিস করেছেন। আগামীকাল তার অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেব। ’
প্রোটিয়াসদের হয়ে ক্যালিস তিন নম্বরে ব্যাটিং করেন। ২০১৫ বিশ্বকাপের তার কাছে দলের প্রত্যাশাটুকু বেশি। কারণ ২০১৫ বিশ্বকাপের পর হয়তো ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে পারেন।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ৪ জুলাই ২০১৪