ঢাকা: সাউদাম্পটনের ব্যাটিং সহায়ক পিচ যেন ইংল্যান্ডের জন্য সুখবর-ই বয়ে আনছে শুধু! সফরকারী ভারত যেন ইংলিশদের ব্যাটিং আর বোলিং তোড়ে ধুকছে!
ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড তাদের বল নৈপূণ্য দিয়ে ধোনী বাহিনীকে রীতিমত তাঁক লাগিয়ে দিয়েছেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২৮ রান সংগ্রহ করতেই ৮ উইকেট খুইয়ে ফেলে ধোনির সতীর্থরা।
কিন্তু অ্যান্ডারসনের বাউন্সিংয়ে টিকতে পারেননি ভারতীয় অধিনায়ক ধোনিও। এ পর্যন্ত তারা ৯ উইকেটে ৩৩০ করেছে তারা।
দ্বিতীয় দিনে ধোনি অপরাজিত থাকায় আশায় বুক বেধেছিল ভারতীয়রা। কিন্তু তৃতীয় দিনের শেষের দিকে ৫০ রান নিয়েই সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
যা ২৩৯ রানে পিছিয়ে থাকা ভারতের টেস্ট বাঁচানো নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
তবে অপরাজিত ৫০ রান করে ধোনি ইংলিশ স্পিনার মঈন আলীকে ছক্কা হাঁকিয়েছেন। যা প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ৫০ ছয়ের রেকর্ড।
দ্বিতীয় দিনের শেষে মাঠে নেমেই যেমন ওপেনার শিখর ধাওয়ানের উইকেট হারিয়েছিল ভারত, তেমনি চতুর্থ দিনেও একই সময়ে হারাতে হয়েছে ধোনিকে।
এ দিনও বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।
পঞ্চম উইকেটে দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের জুটিটি গড়েছিলেন রোহিত শর্মা (২৮) ও আজিনকা রেহানে (৫৪)।
দুজনকেই সাজঘরমুখী করেছিলেন মইন খান। ভারতের বাকি ছয়টি উইকেটই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন অ্যান্ডারসন ও ব্রড।
দুজনেই পেয়েছেন তিনটি করে উইকেট। মুরলি বিজয় (৩৫), বিরাট কোহলি (৩৯) ও রবীন্দ্র জাদেজা (৩১) পেরিয়েছেন ৩০ রানের কোটা।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪