ঢাকা: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলকে চেন্নাই ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তামিল নাড়ু পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেনা এমনটি জানানোর পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের ১৬ ক্রিকেটারকে এ নির্দেশ দেওয়া হয়।
জেএম হারুণ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে রোববার রাতে চেন্নাই পৌঁছায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে নিরাপত্তার কারণ দেখিয়ে দলটি টুর্নামেন্টে অংশগ্রহণে আপত্তি জানায়। এরপর তামিল নাড়ু পুশিল দলটির নিরাপত্তা দেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করলে ক্রিকেটারদের চেন্নাই ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
এরপরই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল কলম্বোর উদ্দেশ্যে রওনা হয় বলে জানায় পুলিশ।
৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেওয়ার কথা ছিল।
সম্প্রতি শ্রীলঙ্কার প্রতিরক্ষা ওয়েবসাইট থেকে নরেন্দ্র মোদী ও তামিল নাড়ু মুখ্যমন্ত্রী জে জয়াললিতার ‘বির্তকিত’ ছবি সরিয়ে নেওয়ার জন্য শ্রীলঙ্কা সরকার তাগিদ দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪