ঢাকা: পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক প্রসঙ্গে কটাক্ক করলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। ওয়ানডে ক্রিকেটে মিসবাহর ব্যাটিং পজিশন ঠিক নাই।
পাক দলের সাবেক এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন,‘যদি পাকিস্তান আগামী বিশ্বকাপে ভালো করতে চায় বা একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভালো করতে চায় তাহলে মিসবাহকে তার ব্যাটিং অবস্থান পরিবর্তন করতে হবে। আমি তাকে (মিসবাহ) বলব ওয়ানডেতে সে যেনো তৃতীয় স্থানে খেলে। নিচের দিকে ব্যাটিং করায় তার কাছ থেকে কোন রান পাচ্ছে না পাকিস্তান। তিনি নিচে খেলার কারণে এমনটি হচ্ছে। ’
‘উপরের দিকে খেলতে নামলে অনেকগুলো সুবিধা পাবেন। পাওয়ার প্লে’তে পাঁচ খেলোয়াড় ভিতরে থাকে। সেক্ষেত্রে মিসবাহর কৌশলগত ব্যাটিংয়ে রান করতে পারবেন। যা তিনি নিচে খেললে করতে পারবেন না। ’ যোগ করেন ইউসুফ।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৪