ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিসবাহর ব্যাটে সহায়তা পায় না পাকিস্তান: ইউসুফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
মিসবাহর ব্যাটে সহায়তা পায় না পাকিস্তান: ইউসুফ

ঢাকা: পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক প্রসঙ্গে কটাক্ক করলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। ওয়ানডে ক্রিকেটে মিসবাহর ব্যাটিং পজিশন ঠিক নাই।

অন্য জায়গায় মিসবাহকে ব্যাটিং করার পরামর্শ দেন ইউসুফ। শুধু তাই নয়, তার ব্যাটিংয়ে পাকিস্তান দলের কোন উপকার হচ্ছে না এমনটি বলেন ইউসুফ।

পাক দলের সাবেক এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন,‘যদি পাকিস্তান আগামী বিশ্বকাপে ভালো করতে চায় বা একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভালো করতে চায় তাহলে মিসবাহকে তার ব্যাটিং অবস্থান পরিবর্তন করতে হবে। আমি তাকে (মিসবাহ) বলব ওয়ানডেতে সে যেনো তৃতীয় স্থানে খেলে। নিচের দিকে ব্যাটিং করায় তার কাছ থেকে কোন রান পাচ্ছে না পাকিস্তান। তিনি নিচে খেলার কারণে এমনটি হচ্ছে। ’

‘উপরের দিকে খেলতে নামলে অনেকগুলো সুবিধা পাবেন। পাওয়ার প্লে’তে পাঁচ খেলোয়াড় ভিতরে থাকে। সেক্ষেত্রে মিসবাহর কৌশলগত ব্যাটিংয়ে রান করতে পারবেন। যা তিনি নিচে খেললে করতে পারবেন না। ’ যোগ করেন ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।