ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাট ছিদ্র করে খোঁজা হল মাদক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
ব্যাট ছিদ্র করে খোঁজা হল মাদক

ঢাকা: ইউএসএ পুলিশের একটি দল নিউজিল্যান্ড ক্রিকেট দলের অল রাউন্ডার জিমি নিশামকে মাদক চোরাচালানি সন্দেহে আটক করেছিল। তার সঙ্গে রাখা ব্যাট ছিদ্র করে মাদক খোঁজাও হয়েছিল।

তবে, এ ধরনের কিছুই মেলেনি তার কাছ থেকে।

ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়া নিশামকে ভ্রমন পথে ইউএসএ কাস্টমস অফিসিয়ালের জন্য এ ভোগান্তি পোহাতে হলো।

কাস্টমস অফিশিয়ালরা ধারণা করেছিলেন হয়তো মাদক পরিবহনের জন্য ২৩ বছর বয়সী নিশাম তার ব্যাট ব্যবহার করছেন। তাই সন্দেহ দূর করার জন্য ব্যাটের বেশ কয়েক জায়গায় ছিদ্র করে চালানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। তারপরও কিছুই পায়নি পুলিশ।

পরে নিশাম তার টুইটারে জানিয়েছেন এ ঘটনা। ছিদ্র করা ব্যাটের ছবি টুইটও করেছেন তিনি।

এ ঘটনায় অবাক হওয়া নিশাম টুইটারে ছবির নিচে লিখেছেন, ‘আমেরিকায় ক্রিকেট এমন জায়গায় রয়েছে যে, আপনার পুরো ব্যাট ছিদ্র করে এখানে মাদক খোঁজা হয়...। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৯ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।