ঢাকা: গল টেস্টে চতুর্থ দিনের ব্যাটিং শেষে ৯ উইকেটে ৫৩৩ রান করে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা।
দিন শেষে পাকিস্তান শ্রীলঙ্কার থেকে ৯ উইকেটে হাতে নিয়ে ৭৮ রানে পিছিয়ে।
পাকিস্তান: প্রথম ইনিংস - ৪৫১/১০
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস - ৫৩৩/৯ ডি.
লিড: শ্রীলঙ্কা ৮২ রানের লিড।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে চার রান সংগ্রহ করে। খররামকে তিন রানে সাজঘরে ফেরান হেরাথ।
শ্রীলঙ্কার সামনে পাকিস্তানের তেমন কোনো বলার সুবিধা করতে না পারলেও সাঈদ আজমল নেন পাঁচ উইকেট। জুনায়েদ খান দুইটি এবং আব্দুর রেহমান ও তালহা একটি করে উইকেট পান।
পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানের ব্যাটিং প্রথম ইনিংসে বড় স্কোর গড়েছে মিসবাহ বাহিনী। খানের ১৭৭ রানের ওপর ভর করে ৪৫১ রান সংগ্রহ করে সফরকারিরা। যা গত আট বছরের মধ্যে পাকিস্তানের প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বাধিক স্কোর এটা।
পাকিস্তানের পক্ষে প্রথম দুই ওপেনার ১৯ রানে সাজ ঘরে ফিরলে চাপের মুখে পড়ে তারা। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা পাকিস্তানকে বড় স্কোরের দিকে নিয়ে যায়। তার মধ্যে সরফরাজ আহমেদ ৫৫ রান করেন। আলরাউন্ডার আব্দুর রেহমান ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করেন।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে বল হাতে পাকিস্তানের পাঁচটি উইকেট নেন পেরেরা। তিনটি দখলে রাখেন রঙ্গনাথ হেরাথ এবং দুইটি নেন ধাম্মিকা প্রসাদ।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪