ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ রেফারি হিসেবে রেকর্ড গড়লেন রঞ্জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
ম্যাচ রেফারি হিসেবে রেকর্ড গড়লেন রঞ্জন রঞ্জন মাদুগালে

ঢাকা: ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার পঞ্চম ও শেষ টেষ্টে প্রধান ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক রঞ্জন মাদুগালে। আর এই ম্যাচের মধ্যদিয়ে ম্যাচ রেফারি হিসেবে নতুন একটি রেকর্ড গড়েছেন তিনি।



ম্যাচ রেফারি হিসেবে টেষ্ট ক্রিকেটে ১৫০ টি ম্যাচের দায়িত্ব পালন করেছেন এই লঙ্কান। এর আগে কেউ এই কৃতিত্ব গড়তে পারেন নি।

রঞ্জন এর আগে ১৯৭৯-১৯৮৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কান জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তার অধিনে শ্রীলঙ্কা ২১টি টেষ্ট ও ৬৩টি ওয়ানডে খেলেছিল। যেখানে তিনি  যথক্রমে ১,০২৯ ও ৯৫০ রান করেছিলেন।

খেলা থেকে অবসরের পর ম্যাচ রেফারি হিসেবে নিজের পরবর্তি ক্যারিয়ার বেছে নেন রঞ্জন। করাচিতে জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের ম্যাচের মধ্যদিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।

এমন একটি মাইলফলক স্পর্শ করতে পেরে ভীষণ খুশি রঞ্জন। তিনি বলেন,‘ আমার ক্যারিয়ারে এটি অনেক বড় একটি সম্মানের ব্যাপার। প্রথম কোন ব্যাক্তি হিসেবে রেকর্ড গড়ায় আমি গর্বিত। ’

লাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।