ঢাকা: শ্রীলঙ্কান ক্রিটেকের প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু। ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত কোনো লঙ্কান এই দায়িত্ব পেলেন।
এর আগে তিন মাস দলের অস্থায়ী কোচের দায়িত্বে ছিলেন আতাপাত্তু। আর মঙ্গলবার তিনিসহ আরো একজন প্রার্থীর সঙ্গে সাক্ষাত করে শ্রীলঙ্কান ক্রিকেট। পরে বোর্ডের এক্সিকিউটিভ কমিটি সাবেক এই ডানহাতি ব্যাটসম্যানকে কোচ হিসেবে নিয়োগ দেন।
আতাপাত্তু শ্রীলঙ্কার হয়ে ৯০টি টেস্ট ও ২৬৮টি ওডিআই খেলেছেন। যেখানে তিনি টেস্টে ৩৯.০২ গড়ে ৫৫০২ রান ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৭.৫৭ গড়ে ৮৫২৯ রান করেছিলেন।
২০০৭ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪