ঢাকা: চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে থিসারা পেরেরার অসাধারণ অলরাউন্ডার নৈপুন্যে হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
গত আইপিএল ২০১৪ তে পাঞ্জাবের হয়ে কোন ম্যাচ না খেলা পেরেরা এদিন মিচেল জনসনের ইনজুরির কারণে দলে সুযোগ পান।
প্রথমে বোলিং করে তিন ওভারে ১৭ রানের বিনিময় নিয়েছেন দুটি উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে ২০ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন।
প্রথমে ব্যাট করা হ্যারিকেনস ১৪৫ রানের টার্গেট দিলে ২৩ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে জর্জ বেইলির দল। পরে গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ৪৩ রানের ঝড়ো একটি ইনিংস খেললে ম্যাচে ফিরে আসে পাঞ্জাব। আর শেষ দিকে পেরেরার সঙ্গে ৬৮ রানের একটি জুটিতে ১৪ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বেইলি। তিনি করেন অপরাজিত ৩৪ রান। হ্যারিকেনসের ডাগ বোলিঞ্জার নেন দুটি উইকেট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হ্যারিকেনস নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে ১৪৪ রান করে। সর্বোচ্চ ২৮ রান করে করেন টারভিস ব্রিট ও জনাথন ওয়েলস।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘন্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৪