ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়ান গেমসে বাদ পড়লেন মুক্তার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
এশিয়ান গেমসে বাদ পড়লেন মুক্তার মুক্তার আলী

ঢাকা: ইনজুরির কারণে এশিয়ান গেমসে ১৫ সদস্যের বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল থেকে বাদ পড়লেন মুক্তার আলী। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে অল-রাউন্ডার জিয়াউর রহমানকে।



বোলিং অল-রাউন্ডার মুক্তার এর আগে জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলেনি। তিনি ছাড়া দলের সবাই এর আগে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এছাড়া দলে নেই বোলিং সন্দেহে থাকা সোহাগ গাজী ও আল-আমিন হোসেন। তাদের পরিবর্তে দলে নেয়া হয়েছে সাকিব আল হাসান ও রুবেল হোসেনকে।

আগামী অক্টোবরের ১ তারিখে গ্রুপ বি’র হয়ে সরাসরি চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলবে গতবারের রানারআপ বাংলাদেশ। অক্টোবরের দুই ও তিন তারিখে যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মোর্তজা (অধিরায়ক), তামিম ‌ইকবাল, আনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, শামসুর রহমান, সাকিব আল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, আরাফাত সানী, জিয়াউর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।