ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনালে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাঙ্গালুরুর চেন্নাসামি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং গত আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বলা যায়, অল-ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনাল এটি।
হাইভোল্টেজ এ ম্যাচে দুই দলই শিরোপার দাবি জানিয়ে আসছে টুর্নামেন্টের প্রথম থেকেই। তবে, খানিকটা এগিয়ে থাকবে টানা ১৪ ম্যাচে অপরাজিত আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন শাহরুখ খানের কেকেআর। যেন মনে হচ্ছে, ক্লাব ক্রিকেটের বিশ্বকাপের আসরেও চ্যাম্পিয়ন হতে মরিয়া শাহরুখের ক্রিকেটাররা।
করবো, লড়বো, জিতবো- এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দুইবারের আইপিএল শিরোপা বিজয়ীরা আজকের ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত ক্যারিবীয় বোলার সুনীল নারাইনকে দলে পাচ্ছেনা। এ ঘূর্ণিজাদু ৫ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।
আজকের ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের ২০১০ সালের চ্যাম্পিয়ন চেন্নাইও ছেড়ে কথা বলবে না। এই শিরোপা জিতলে মহেন্দ্র সিং ধোনির দলের এটা হবে দ্বিতীয় শিরোপা জয়।
আইপিএলের গত সাত আসরে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে চেন্নাই। তিনবার রানার্স-আপসহ শিরোপা ঘরে নিয়েছে দুইবার।
ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স লিগ যাবে কার ঘরে? অপেক্ষা অল ইন্ডিয়া ফাইনালে কে হাসবে শেষ হাসি? গম্ভিরের কলকাতা নাকি ধোনির চেন্নাই?
বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, ৪ অক্টোবর ২০১৪