ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ হাতে রেখে অসিদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
এক ম্যাচ হাতে রেখে অসিদের সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ সিরিজের একদিনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়টিতে জিতে একম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। এদিন পাঁচ উইকেটের জয় পায় দলটি।



টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাকিরা। উদ্বোধনী জুটিতে ১২৬ রান তোলে দুই ওপেনার আহমেদ শেহজাদ ও সরফরাজ আহমেদ। শেহজাদ ৬১ রানে জাভিয়ার ডোহার্টির বলে ও সরফরাজ ৬৫ রান করে মিচেল জনসনের বলে আউট হন।

তবে এই জুটি ভাঙার পরে পাকিস্তান শিবিরে শুরু হয় আসা যাওয়ার খেলা। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয় দলটি। অসিদের হয়ে তিনটি উইকেট নেন জনসন।

২১৬ রানের জবাবে খেলতে নেমে ৪৩.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। তিনি ৮১ বলে নয়টি চার ও একটি ছয়ে  ৭৬ রান করে জুলফিকার বাবরের বলে আউট হন।

এছাড়া ২৯ রান আসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন বাবর।

ম্যাচ সেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।