ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪০ বছরে পা রাখলেন ক্যালিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
৪০ বছরে পা রাখলেন ক্যালিস জ্যাক ক্যালিস

ঢাকা: ১৯৭৫ সালের এই দিনে জন্ম গ্রহন করেন দ. আফ্রিকার তারকা ব্যাটসম্যান জ্যাক ক্যালিস। ৩৯ বছর পেরিয়ে আজ তিনি পা রেখেছেন ৪০ বছরে।



কেপ টাউনে জন্ম নেওয়া ক্যালিসের প্রোটিয়াদের হয়ে অভিষেক ঘটে টেস্ট ম্যাচ দিয়ে। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর তিনি ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে মাঠে নামেন। পরের বছর একই দলের বিপক্ষে জানুয়ারির ৯ তারিখে কেপ টাউনে তার ওয়ানডে অভিষেক ঘটে।

টেস্টে ক্যালিস দ. আফ্রিকার হয়ে অবসর নেন ২০১৩ সালে। আর ওয়ানডেতে তিনি চলতি বছরের জুলাইয়ে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন।

প্রোটিয়াদের হয়ে তিনি ৩২৮টি ওয়ানডে খেলে রান করেছেন ১১,৫৭৯। যেখানে তার ইনিংস সর্বোচ্চ রান ১৩৯, গড় ৪৪.৩৬। ওয়ানডেতে তার শতক রয়েছে ১৭টি আর অর্ধশতক ৮৬টি।

তিনি ১৬৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে করেছেন ১৩,২৮৯ রান। টেস্টে তার ব্যাটিং গড় ৫৫.৩৭। ইনিংস সর্বোচ্চ রান ২২৪। শতক রয়েছে ৪৫টি আর অর্ধশতক ৫৮টি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।